মান্ডি, ২৬ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায় দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। শনিবার মান্ডি জেলার পান্ডোহ বাঁধের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট মাস বয়সী একটি শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বাখলি সড়কে তাদের গাড়িটি রাস্তা থেকে নেমে গিয়ে গভীর খাদে পড়ে যায়।
গাড়ির পাঁচজন আরোহীই ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন দুনি চাঁদ (৩৫), তার স্ত্রী কান্তা দেবী (৩০), তাদের আট মাস বয়সী মেয়ে কিঞ্জল, সবাই তারাউর গ্রামের বাসিন্দা। এছাড়াও মারা গিয়েছেন মান্ডি জেলার নৌন গ্রামের বাসিন্দা দয়ালু রাম এবং নেপালের বাসিন্দা মীনা কুমারী।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ