বলরামপুর, ২৬ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের বলরামপুর জেলাতে শিকার করতে গিয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটে। বিমলাপুর জঙ্গলে শুক্রবার বুনো শুয়োর শিকার করতে গিয়ে ভুলবশত সঙ্গীকে গুলি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ডিন্ডো এলাকার বেলসর গ্রামের রাজেন্দ্র পাণ্ডো (৪০) ভুল করে মুকেশ আয়াম (১৮)-কে গুলি করেন। ঘটনাস্থলেই মুকেশের মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে আটক করে বন্দুক বাজেয়াপ্ত করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য