অরুণাচলের লংডিঙে সেনা-জঙ্গি তীব্র সংঘর্ষ, ধরাশায়ী তিন ও ঘায়েল দুই এনএসসিএন (আংমাই) ক্যাডার
ইটানগর, ২৭ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্ৰদেশের লংডিঙে ভারতীয় সেনা ও আসাম রাইফেলস এবং ‘ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (আংমাই)’ সংক্ষেপে এনএসসিএন-এর সশস্ত্র ক্যাডারদের তীব্র সংঘর্ষে ধরাশায়ী হয়েছে তিন জঙ্গি। এছাড়া দুই জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে।
অরুণাচলে সেনা-জঙ্গি সংঘর্ষে ধরাশায়ী তিন ক্যাডার


ইটানগর, ২৭ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্ৰদেশের লংডিঙে ভারতীয় সেনা ও আসাম রাইফেলস এবং ‘ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (আংমাই)’ সংক্ষেপে এনএসসিএন-এর সশস্ত্র ক্যাডারদের তীব্র সংঘর্ষে ধরাশায়ী হয়েছে তিন জঙ্গি। এছাড়া দুই জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা আজ রবিবার ভোররাতে লংডিং জেলার অন্তর্গত পংচাউ এলাকায় সংঘটিত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

জানা গেছে, লংডিং জেলার অন্তর্গত পংচাউ-এর এক জঙ্গলে এনএসসিএন (আংমাই) গোষ্ঠীর ১৫ জন ক্যাডার ক্যাম্প করেছে বলে ভারতীয় সেনা বাহিনীর কলকাতা-ভিত্তিক এক গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকালে যৌথ বাহিনী দ্রুত অভিযান চালায়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে পংচাউ এলাকা থেকে নিৰ্মাণ সংস্থার দুই কর্মীকে অপহরণ করেছিল অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন জঙ্গিরা। এর পর তাদের উদ্ধারে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা ও আসাম রাইফেলস।

অভিযানে সেনা এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। প্রচণ্ড গোলাগুলিতে এনএসসিএন (আংমাই) গোষ্ঠীর তিন ক্যাডার নিহত হয়েছে। পাশাপাশি দুই ক্যাডার গুলিবিদ্ধ হয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত আহতদের সন্ধান পাওয়া যায়নি। আহত এবং জীবিত বাকি জঙ্গিদের খুঁজে তালাশি অভিযান চালিয়েছে সেনা। এদিকে অভিযানকারী যৌথ বাহিনী সংঘর্ষস্থল থেকে তিনটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে, জানিয়েছে সূত্ৰটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande