গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : পাকিস্তানের সঙ্গে কথিত সংযোগ সম্পর্কে কংগ্রেস সাংসদ তথা সংসদে বিরোধী উপ-নেতা গৌরব গগৈয়ের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট এবং সরাসরি জবাব চেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত কয়েকদিনের মতো ফের যোরহাটের (অসম) সাংসদ, কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের পাকিস্তান-যোগ সম্পর্কে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। গৌরব গগৈয়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি আগে স্পষ্ট করুন, ভারত সরকারকে অবগত না করে গোপনে আপনি পাকিস্তানে গিয়ে ১৫ দিন অবস্থান করেছিলেন কি না? উত্তর যদি হ্যাঁ হয়, তা-হলে দয়া করে স্পষ্ট করুন, আপনার ভ্রমণের উদ্দেশ্য কী ছিল?’
এর পরই প্রশ্ন তুলে সেগুলোর সরাসরি এবং স্পষ্ট জবাব চেয়েছেন হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কোলবোর্ন (যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী) ‘ভারতে অবস্থান করে পাকিস্তান-ভিত্তিক কোনও এনজিও থেকে বেতন পাচ্ছেন কিনা?’ এছাড়া সংসদ-পত্নী এলিজাবেথ এবং তাঁদের দুই সন্তানের (এক পুত্র এবং এক কন্যা) নাগরিকত্ব সম্পর্কেও তথ্য দিতে বলেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
সাংসদ গৌরব গগৈয়ের কাছে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা সরাসরি যে তিনটি প্রশ্নের জবাব চেয়েছেন সেগুলি – ১) আপনি কি টানা ১৫ দিন পাকিস্তান সফর করেছেন? যদি তা-ই হয়, তা-হলে দয়া করে আপনার সফরের উদ্দেশ্য স্পষ্ট করুন?
২) এটা কি সত্য, আপনার স্ত্রী ভারতে অবস্থান করে এখানে কর্মরত থাকার পরও পাকিস্তান-ভিত্তিক একটি এনজিও থেকে বেতন পাচ্ছেন? যদি তা-ই হয়, তা-হলে আমরা কি জিজ্ঞাসা করতে পারি, কেন পাকিস্তান-ভিত্তিক একটি সংস্থা ভারতে কার্যক্রম পরিচালনার জন্য বেতন দিচ্ছে?
৩) আপনার স্ত্রী এবং দুই সন্তানের নাগরিকত্বের বিদ্যমান অবস্থা কী? তাঁরা কি ভারতীয় নাগরিক, নাকি অন্য কোনও দেশের নাগরিকত্ব আছে তাঁদের?
মুখ্যমন্ত্ৰী ড. শর্মার আরও সতর্কবার্তা, ‘অদূর ভবিষ্যতে আপনার (গৌরব গগৈ) আরও অনেক প্রশ্নের সম্মুখিন হতে হবে।’
মুখ্যমন্ত্রীর এই প্রশ্নবাণের পরিপ্রেক্ষিতে রাজ্য তথা দেশের রাজনৈতিক তরজাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস