ভারত এখন গ্লোবাল মহাকাশ শক্তিতে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): ভারত এখন গ্লোবাল মহাকাশ শক্তিতে পরিণত হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা একসঙ্গে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ করে একটি রেকর্ড তৈরি করেছি। আমরা চাঁদের দ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): ভারত এখন গ্লোবাল মহাকাশ শক্তিতে পরিণত হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা একসঙ্গে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ করে একটি রেকর্ড তৈরি করেছি। আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হয়েছি। ভারত মঙ্গল গ্রহের অরবিটার মিশন চালু করেছে এবং আদিত্য এল ১ মিশনের মাধ্যমে আমরা সূর্যের খুব কাছে পৌঁছে গেছি।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এখন ভারত সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী কিন্তু সফল মহাকাশ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের অনেক দেশ তাদের উপগ্রহ এবং মহাকাশ অভিযানের জন্য ইসরোর সাহায্য নেয়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারত নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছে। দেশ গগনযান, স্পেডেক্স এবং চন্দ্রযান-৪ এর মতো অনেক গুরুত্বপূর্ণ মিশনের প্রস্তুতিতে ব্যস্ত। আমরা ভেনাস অরবিটার মিশন এবং মঙ্গল গ্রহের ল্যান্ডার মিশনেও কাজ করছি। আমাদের মহাকাশ বিজ্ঞানীরা তাদের উদ্ভাবন দিয়ে দেশবাসীকে নতুন গর্বে ভরে তুলতে চলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande