গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করেছেন অসমে বসবাসকারী জনৈক পাকিস্তানি মহিলা। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা চেয়েছে রাজ্য, জানান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
আজ রবিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, অসমে কেবল একজন পাকিস্তানি নাগরিক বসবাস করেন। ড. শর্মা জানান, তিনি মূলত পাকিস্তানের একজন মহিলা। স্থানীয় জনৈক বাসিন্দার সঙ্গে বিয়ের পর এখন তিনি তিনসুকিয়া জেলায় থাকেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘মহিলাটি দীর্ঘমেয়াদী (লং-টার্ম) ভিসার জন্য আবেদন করেছেন। তাঁকে এখানে থাকার অনুমতি দেওয়া উচিত, না-কি তাঁর দেশে (পাকিস্তান) ফেরত পাঠানো উচিত, সে বিষয়ে স্পষ্টীকরণ তথা নির্দেশনা চেয়ে আমরা ভারত সরকারের কাছে যোগাযোগ করেছি।’
হিমন্তবিশ্ব শর্মা নিশ্চিত করেছেন, ‘এই কেস ছাড়া অসমে আর কোনও পাকিস্তানি নাগরিক বসবাস করছেন না।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস