নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): এক পেড় মা কে নাম অভিযানে দেশবাসীর ব্যাপক অংশগ্রহণে ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১২১-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'এক পেড় মা কে নাম' অভিযানটি সেই মায়ের প্রতি উৎসর্গীকৃত যিনি আমাদের ও মাতৃভূমিকে জন্ম দিয়েছেন। ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই অভিযানের এক বছর পূর্ণ হবে। এই এক বছরে, সারা দেশে ১.৪ বিলিয়নেরও বেশি গাছ লাগানো হয়েছে। ভারতের এই উদ্যোগ দেখে, বিদেশেও মানুষ তাদের মায়ের নামে গাছ লাগিয়েছে। আপনাদেরও এই অভিযানে যোগদান করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ