ইথিওপিয়ার শিশুদের চিকিৎসায় উদ্যোগ ভারতীয়দের, প্রশংসা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): গুরুতর অসুস্থ ইথিওপিয়ার শিশুদের চিকিৎসার উদ্যোগ নিচ্ছেন ভারতীয়রা। এই প্রয়াসকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২১-তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয়রা একটি অনুকরণীয় প্রচেষ্
মন কি বাত


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): গুরুতর অসুস্থ ইথিওপিয়ার শিশুদের চিকিৎসার উদ্যোগ নিচ্ছেন ভারতীয়রা। এই প্রয়াসকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২১-তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয়রা একটি অনুকরণীয় প্রচেষ্টা দেখিয়েছেন। ইথিওপিয়ায় বসবাসকারী ভারতীয়রা, জন্মের পর থেকেই হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ভারতে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। অনেক ভারতীয় পরিবারও এই শিশুদের আর্থিকভাবে সহায়তা করছে। যদি কোনও শিশুর পরিবার ভারতে আসার খরচ বহন করতে অক্ষম হয়, তাহলে ভারতীয় ভাই-বোনেরা সেই ব্যবস্থা করছেন। লক্ষ্য হল ইথিওপিয়ার প্রতিটি শিশুকে উন্নত চিকিৎসা প্রদান করা যারা গুরুতর অসুস্থতার সাথে লড়াই করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande