গুয়াহাটির বশিষ্ঠ পুলিশের অভিযানে উদ্ধার পণ্যবাহী ট্ৰাক সহ বহু লক্ষ টাকার মূল্যবান চুরি-সামগ্ৰী, ধৃত তিন
গুয়াহাটি, ২৯ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মহানগরীর অধীন বশিষ্ঠ থানার ওসি কপিল পাঠকের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর অভিযানে চুরির ট্রাক সহ উদ্ধার হয়েছে বহু লক্ষ টাকার চুরি-সামগ্রী। চুরির সঙ্গে জড়িত অভিযোগে কুখ্যাত তিন চোর যথাক্রমে বরপেটার আবদুস সালাম ও রহিম
পুলিশের অভিযানে উদ্ধার পণ্যবাহী ট্ৰাক সহ বহু লক্ষ টাকার মূল্যবান চুরি-সামগ্ৰী, ধৃত তিন


গুয়াহাটি, ২৯ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মহানগরীর অধীন বশিষ্ঠ থানার ওসি কপিল পাঠকের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর অভিযানে চুরির ট্রাক সহ উদ্ধার হয়েছে বহু লক্ষ টাকার চুরি-সামগ্রী। চুরির সঙ্গে জড়িত অভিযোগে কুখ্যাত তিন চোর যথাক্রমে বরপেটার আবদুস সালাম ও রহিম বাদশা এবং হাজোর ইনিয়াস আলিকেও গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অভিযোগের মাত্ৰ ২৪ ঘণ্টার মধ্যে পরিচালিত অভিযানে তিন চোর সহ চুরি সামগ্রী উদ্ধারের ঘটনায় জনমনে সন্তোষ বিরাজ করছে।

বশিষ্ঠ থানার ওসি কপিল পাঠকের কাছে জানা গেছে, গতকাল (সোমবার) মহানগরীর শিবশক্তি রোড ওয়েজ নামের এক প্ৰতিষ্ঠান এএস ১৩ এসি ৫৮৬০ নম্বরের একটি ছয় চাকার ট্ৰাকে করে প্ৰায় ৬০ থেকে ৯০ লক্ষ টাকা মূল্যের পণ্যসামগ্ৰী গুয়াহাটির নালারপাড় থেকে শ্ৰীভূমি (তদানীন্তন করিমগঞ্জ)-র উদ্দেশ্যে পাঠিয়েছিল।

বিকালের দিকে শিবশক্তি রোড ওয়েজ প্ৰতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট ট্রাকের চালক এবং তার সহযোগীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু বারবার তাদের ফোন সুইচড-অফ পাওয়া যায়। এমতাবস্থায় সন্দেহের বশে শিবশক্তি রোড ওয়েজ কর্তৃপক্ষ বশিষ্ঠ থানায় এক এফআইআর দায়ের করেন।

এফআইআর-এর ভিত্তিতে বশিষ্ঠ থানায় এক মামলা রুজু করে পুলিশ ক্ষীপ্ৰতার সঙ্গে তদন্ত-অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সোনাপুর এলাকায় জাতীয় সড়কে পরিত্যক্ত অবস্থায় পণ্যশূন্য খালি ট্ৰাকটিকে উদ্ধার করে পুলিশ। এর কিছুক্ষণ পর ট্রাকের মালিক আবদুস সালাম ও সহযোগী রহিম বাদশাকে আটক করে পুলিশ তাদের টানা জেরা। জেরায় প্রদত্ত বয়ানের ওপর ভিত্তি করে হাজোর শালমারি চর থেকে চোরচক্রের আরেক সাঁকরেদ ইনিয়াস আলিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ধৃত তিন চোরকে জেরা করে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে হাজোর বিভিন্ন স্থান থেকে পুলিশের দল উদ্ধার করে ট্ৰাক থেকে চুরিকৃত বিপুল পরিমাণের মূল্যবান সামগ্ৰী। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ডায়না রূফের ৬, ৭, ৮, ১০, ১২ এবং ২৪ ফুটের মোট আট (৮) টন ওজনের টিন।

এছাড়া প্রতিটিতে ৪০ কিলোগ্রাম করে দুই বস্তা কার্পাস তুলার বস্তা, চার কার্টুন শিখর, এক কার্টুন রজনীগন্ধা সুপারি, তুলসির ৫২টি বাক্স ভরতি একটি কাৰ্টুন, দুই বস্তা ডিসপোজেবল কাগজের গ্লাস, রজনীগন্ধার চারটি কাৰ্টুন সহ আরও বহু চুরি-সামগ্ৰী। ঘটনার আরও তথ্য সংগ্রহ করতে বশিষ্ঠ থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande