ডোনার মন্ত্রকের উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রথম সভায় ভার্চুয়ালি অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ৭ এপ্রিল (হি.স.) : সোমাবর আগরতলায় সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের তিনটি বিষয়ের উপর গঠিত উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে উত্তর-পূর্বাঞ
বৈঠকে মুখ্যমন্ত্রী


আগরতলা, ৭ এপ্রিল (হি.স.) : সোমাবর আগরতলায় সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের তিনটি বিষয়ের উপর গঠিত উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পনা গ্রহণ ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর বিস্তারিত আলোচনা করা হয় সভায়।

এদিন বিনিয়োগের প্রসারের লক্ষ্যে উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের কনভেনার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বিনিয়োগ বৃদ্ধির উপর আলোচনা করেন। মুখ্যমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এবং পর্যটকদের মধ্যে পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে একটি নর্থ-ইস্ট ট্যুরিস্ট সার্কিট গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াতে ডিজিটাল ম্যাপিং টেকনোলজি প্রয়োগ, কৃষিজাত পণ্যের ভ্যালু এডিশন, পিপিপি মডেলের মাধ্যমে কৃষিজাত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ, সংরক্ষণের ব্যবস্থা চালু করা সহ ৮টি রাজ্যের বিশেষ উৎপাদিত পণ্যগুলির উৎপাদনে গুরুত্ব দিয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

সভায় উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলিতে বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফ্রিও রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আলোচনা করেন। এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যসচিব জে কে সিনহা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিতো, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande