কলকাতা, ১৩ মে (হি.স.): আমার কাছে কি বোমা আছে? এক যাত্রীর এই প্রশ্নে শোরগোল ছড়ালো কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে। ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইন্ডিগোর বিমানে মণিপুরের ইম্ফল থেকে মুম্বই যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। কলকাতা বিমানবন্দরে সিকিউরিটি চেকিনবগ্যের সময় ওই যাত্রীকে বলতে শোনা যায়, আমার কাছে কি বোমা আছে?
বিমানবন্দরের পিআরও জানিয়েছেন, ইম্ফল থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমানে একজন যাত্রী ভ্রমণ করছিলেন। কলকাতায় নিরাপত্তা তল্লাশির সময়, যাত্রী জিজ্ঞাসা করেন, আমার কাছে কি বোমা আছে? এই কথা শুনে, নিরাপত্তা বাহিনী তাকে চেক করে পুলিশের হাতে তুলে দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ