নেপালদেব ভট্টাচার্যকে চোখের জলে বিদায়, শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃবৃন্দ
কলকাতা, ১৩ মে (হয়.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ সিপিআই (এম) নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার গভীর রাতে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স
নেপালদেব ভট্টাচার্যকে চোখের জলে বিদায়, শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃবৃন্দ


কলকাতা, ১৩ মে (হয়.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ সিপিআই (এম) নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার গভীর রাতে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সিপিআই (এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির দফতরে নেপালদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ পার্টি নেতৃত্ব। শ্রদ্ধা জানিয়েছেন বিমান বসু, মহম্মদ সেলিম-সহ অনেকেই।

ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। ১৯৮১-৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপালদেব। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে দলবিরোধী কাজের অভিযোগে নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম। তবে নেপালদেব অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে ফের তাঁকে সদস্যপদ দেয় সিপিএম। পরবর্তী সময়ে দলের রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande