দুর্গাপুর, ১৭ মে (হি.স.): দামোদর নদে আবার প্রাণহানি। শনিবার অন্ডালের কুঠিরডাঙা ঘাটে বালিখাদে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই যুবকের। মৃত সোমনাথ সিং (২২) ও রাজেশ প্রসাদ (২৪) দুর্গাপুরের ধান্দাবাগের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জন বন্ধু মিলে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় দুই যুবক। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে একাধিক প্রাণহানির ঘটনার পরও প্রশাসনের হুঁশ ফেরেনি। অবৈধভাবে যন্ত্রের সাহায্যে বালি উত্তোলনে তৈরি হচ্ছে গভীর খাদ। স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলছে পাম্প বসিয়ে বালি তোলা। ভূমি রক্ষা কমিটি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা