মোতিহারি, ১৭ মে (হি.স.): বিহারের ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, কমিশনার বিবেক যোশীর নেতৃত্বে ভারতীয় নির্বাচন কমিশনের একটি টিম মোতিহারিতে পৌঁছে ইভিএম এবং ভিভিপ্যাট স্টোরেজ গুদাম পরিদর্শন করেছে।
শনিবার জেলা ম্যাজিস্ট্রেট সৌরভ জোরওয়াল বলেছেন, শনিবার নির্বাচন কমিশন আবারও আমাদের এফএলসি কেন্দ্র পরিদর্শন করেছে, এফএলসি কীভাবে কাজ করছে তা দেখার জন্য। তাদের চিন্তা ছিল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিদিন এসে এফএলসি কার্যক্রম প্রত্যক্ষ করবেন।
নির্বাচন কমিশনার বিবেক যোশী বলেছেন, প্রস্তুতি এখনও চলছে এবং প্রচুর সময় আছে, তবে আমরা সময়সূচী অনুসারে প্রস্তুত থাকার জন্য কাজ করছি। পর্যবেক্ষণ করতে আসা কর্মকর্তারা তা করবেন এবং এসভিইইপি-এর মাধ্যমে তাদের ভোটার উপস্থিতি বাড়ানোর উপায় সম্পর্কে অবহিত করা হয়েছে। এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ