মেঘালয়ে ৩০ কোটি টাকার লিভিং রুট সেন্টার এবং ৪০ কোটি টাকার মিউজিক রিট্রিট হবে : মুখ্যমন্ত্রী সাংমা
শিলং, ১৭ মে (হি.স.) : মেঘালয়ে ৩০ কোটি টাকার লিভিং রুট সেন্টার এবং ৪০ কোটি টাকার মিউজিক রিট্রিট হবে, পিনুরসলার ওয়াহলিংখাট সফর শেষে এখানে এসে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, পর্যটন সম্ভাবনা বৃদ্ধি এবং
পিনুরসলার ওয়াহলিংখাটে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা


শিলং, ১৭ মে (হি.স.) : মেঘালয়ে ৩০ কোটি টাকার লিভিং রুট সেন্টার এবং ৪০ কোটি টাকার মিউজিক রিট্রিট হবে, পিনুরসলার ওয়াহলিংখাট সফর শেষে এখানে এসে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, পর্যটন সম্ভাবনা বৃদ্ধি এবং রাজ্যের অনন্য প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে লিভিং রুট এক্সপেরিয়েন্স সেন্টারের উন্নয়নের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বিঘ্নে পর্যটক অভিজ্ঞতা নিশ্চিত করতে তিনি পিনুরসলার ওয়াহলিংখাটের স্থান পরিদর্শন করেছেন।

তিনি বলেন, পাইনুরসলার ওয়াহলিংখায় লিভিং রুট এক্সপেরিয়েন্স সেন্টারের স্থান, পর্যটক এবং পর্বতারোহীদের জন্য আরও ভালো অভিজ্ঞতার জন্য সুন্দর লিভিং রুট ব্রিজের দিকে নিয়ে যাওয়া ট্রেকিং রুটের আপগ্রেডেশন দেখেছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আদিবাসী সংস্কৃতির সম্পূর্ণ অভিজ্ঞতা প্রদানের জন্য ওয়াহখেন আবাসিক সংগীত রিট্রিটও নিয়ে আসব। এর জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ তিনি বলেন, ‘এই প্রকল্পের মধ্যে ট্রেকিং রুটের উন্নয়নও অন্তর্ভুক্ত থাকবে যা আইকনিক লিভিং রুট ব্রিজেসের দিকে নিয়ে যাবে। এতে পর্যটক এবং পর্বতারোহীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করবে।’

কনরাড বলেন, ‘লিভিং রুট এক্সপেরিয়েন্স সেন্টারটি একটি কমিউনিটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (সিপিপিপি) মডেলের অধীনে তৈরি করা হবে যেখানে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ থাকবে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande