কলকাতা, ১৭ মে (হি.স.) : সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে পদযাত্রা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের তরফে। এই কর্মসূচিতে শনিবার বিকেলে যোগদান করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। দলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গার্ডেনরিচের কাচ্চি সড়ক মোড় থেকে রামনগর পর্যন্ত পদযাত্রায় সামিল দলের নেতা থেকে সাধারণ কর্মীরা। জাতীয়তাবোধ ও ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এদিন এই বিশাল পদযাত্রায় আয়োজন। সেই মিছিলে অংশগ্রহণ করেন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের নাগরিক সহ কলকাতা পুরসভার স্থানীয় সমস্ত কাউন্সিলররা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত