বিশালগড় (ত্রিপুরা), ১৭ মে (হি.স.) : প্রবল বৃষ্টির মধ্যেই শনিবার ভয়াবহ আগুন সিপাহীজলা জেলার চড়িলাম বাজারে। পুড়ে ছাই অজয় কর্মকার ও অভয় কর্মকারের দুটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অভিযোগ উঠেছে বার বার ফোন করলেও টেলিফোন বন্ধ ফায়ার সার্ভিসের। দীর্ঘ সময় পর বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার ওসির মারফত খবর পেয়ে ছুটে আসে বিশালগড়, বিশ্রামগঞ্জের দুটি দমকলের ইঞ্জিন। ইঞ্জিনের জল শেষ হওয়ার পর পাশে থাকা একটি পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ততক্ষণে যা হবার হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকা। দোকানের সামনে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত বোকার মালিক ও তার পরিবার-পরিজনরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ