অপারেশন সিঁদুর, জওয়ানদের অভিনন্দন জানাল ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন
আগরতলা, ১৭ মে (হি.স.) : ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর-এর সফল অভিযানকে কেন্দ্র করে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাব চত্বরে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সেনাবাহিনীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক
অভিনন্দন অনুষ্ঠান


আগরতলা, ১৭ মে (হি.স.) : ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর-এর সফল অভিযানকে কেন্দ্র করে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাব চত্বরে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন সেনাবাহিনীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক, সংবাদপত্র কর্মী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি প্রণব সরকার এবং অন্যান্য সাংবাদিকরা।

ইউনিয়নের সভাপতি প্রণব সরকার বলেন, পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনারা যেভাবে প্রত্যাঘাত করেছে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। কিছুদিন যাবৎ ভারতীয় সেনা জওয়ানরা ঝুঁকি নিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে। তাঁদের প্রতি আশেষ শ্রদ্ধা জানাতেই আজকের এই অনুষ্ঠান, জানান প্রণব।

তিনি আরও বলেন, উত্তরপূর্বাঞ্চলের একটি ছোট রাজ্য ত্রিপুরা। এই রাজ্য থেকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের মনোবল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীদিনেও ভারতের তিন বাহিনীর অফিসার এবং জওয়ানদের মনোবল বাড়াতে জার্নালিস্ট ইউনিয়নের তরফ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande