রাধানগর গ্রামে রামমোহন রায়ের জন্মজয়ন্তী পালন
রাধানগর, ২২ মে (হি. স.): অন্যান্য বছরের মত এবছরও রাধানগর পল্লী সমিতি রাজা রামমোহন রায়ের জন্মদিবস উপলক্ষে রামমোহনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনটি পালন করে। এদিকে, রাধানগর রাজা রামমোহন রায় মেমোরিয়াল আ্যন
রাধানগরে রামমোহনের মূর্তিতে মাল্যদান পর্ব


রাধানগর, ২২ মে (হি. স.): অন্যান্য বছরের মত এবছরও রাধানগর পল্লী সমিতি রাজা রামমোহন রায়ের জন্মদিবস উপলক্ষে রামমোহনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনটি পালন করে।

এদিকে, রাধানগর রাজা রামমোহন রায় মেমোরিয়াল আ্যন্ড কালচারাল অর্গানাইজেশন ও হুগলি জেলা পরিষদের উদ্যোগে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, রাধানগর রাজা রামমোহন রায় মেমোরিয়াল আ্যন্ড কালচারাল অর্গানাইজেশনের সম্পাদক প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande