ফের পতন শেয়ার বাজারে
মুম্বই, ২২ মে (হি.স.): বৃহস্পতিবার ফের পতনের মুখে পড়ল দেশের শেয়ার বাজার। এ দিন স্টক মার্কেট খোলার পরই দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক কমে ১ শতাংশের বেশি। বেলা গড়ালেও সেই পরিস্থিতির খুব একটা বদল ঘটেনি। বেলা ১২টা নাগাদও প্রায় ০.৯০ শতাংশ কমেছে সে
share stock


মুম্বই, ২২ মে (হি.স.): বৃহস্পতিবার ফের পতনের মুখে পড়ল দেশের শেয়ার বাজার। এ দিন স্টক মার্কেট খোলার পরই দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক কমে ১ শতাংশের বেশি। বেলা গড়ালেও সেই পরিস্থিতির খুব একটা বদল ঘটেনি। বেলা ১২টা নাগাদও প্রায় ০.৯০ শতাংশ কমেছে সেনসেক্স, নিফটি৫০-র পয়েন্ট। সোমবার এবং মঙ্গলবার পতনের পর বুধবার বৃদ্ধির পথে হেঁটেছিল স্টক মার্কেট। কিন্তু বৃহস্পতিতে তা ফের মুখ থুবড়ে পড়ল। যদিও দিনের শেষে কিছুটা জমি উদ্ধার করতে পারল। বন্ধ হল ৬৪৪.৬৪ পয়েন্ট পতনে। দাঁড়াল ৮০,৯৫১.৯৯ অঙ্কে। নিফ্‌টি-ও ২০৩.৭৫ নেমে হয়েছে ২৪,৬০৯.৭০।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande