ত্রিপুরায় অসংগঠিত শ্রমিকদের অবস্থা খুবই করুণ : পিসিসি সভাপতি
আগরতলা, ২২ মে (হি.স.) : বৃহস্পতিবার আগরতলায় অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের সখীচরণ স্কুলে হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ সংগঠনের কর্মকর্তারা। প্রদেশ ক
আশীষ কুমার সাহা


আগরতলা, ২২ মে (হি.স.) : বৃহস্পতিবার আগরতলায় অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের সখীচরণ স্কুলে হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ সংগঠনের কর্মকর্তারা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ত্রিপুরায় অসংগঠিত শ্রমিকদের অবস্থা খুবই করুণ। তাঁরা সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতদিন যাবৎ তাঁরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। দাবি আদায়ের লক্ষ্যে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা। রাজ্যের অসংঘটিত শ্রমিকরা তাদের দাবি পূরনের লক্ষে এর আগেও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু সরকার তাদের দাবি পূরণে আন্তরিকতা প্রদর্শন করছে না।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande