মধুপুর সীমান্তে দুই মহিলা সহ আটক পাঁচ বাংলাদেশি
বিশালগড় (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : এলাকাবাসীর সহযোগিতায় পাঁচ জন বাংলাদেশিকে আটক করল মধুপুর থানার পুলিশ। সিপাহীজলা জেলার পাথারিয়াদার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দু'জন মহিলা ও তিনজন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা স্বীকার
বাংলাদেশি আটক


বিশালগড় (ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : এলাকাবাসীর সহযোগিতায় পাঁচ জন বাংলাদেশিকে আটক করল মধুপুর থানার পুলিশ। সিপাহীজলা জেলার পাথারিয়াদার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দু'জন মহিলা ও তিনজন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা স্বীকার করেন দিল্লিতে কাজের উদ্দেশ্যে ওপার থেকে এপারে এসেছেন তারা।

মধুপুর থানাধীন পাথারিয়াদার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার একটি কালভার্টের নীচ দিয়ে এপারে অনুপ্রবেশ করিয়ে দিয়ে তাদের কাছ থেকে ১৫ হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয় ওই দালাল। সারা রাত এপারে এসে ঘোরাফেরা করে, সকালবেলা এলাকাবাসীর নজরে আসে তারা।

মুহূর্তের মধ্যেই মধুপুর থানায় খবর পৌঁছে। মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে। পাঁচজন একই পরিবারের। তাদের নাম মনির খান (বাবা), মা মিমি খাতুন (কাল্পনিক নাম), দুই ছেলে শাহজালাল খান এবং স্বাধীন খান, পুত্রবধূ রূপালী খাতুন (কাল্পনিক নাম)।

পুলিশের ধারণা বাংলাদেশি দালাল চক্র যুক্ত থাকলেও এপারের কিছু দালালও যুক্ত রয়েছে। একটি সূত্রে জানা গিয়েছে স্থানীয় আদর্শ কলোনি এলাকার কয়েকজন যুবক এসব কাজের সাথে যুক্ত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande