আগরতলা, ২২ মে (হি.স.) : পাকিস্তানের বর্বরোরিচিত হামলার জবাবে ভারতীয় সেনার তরফে অপারেশন সিঁদুর সফলভাবে সম্পন্ন করা হয়, তার জন্য ছবি এঁকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার শিল্পীরা।
ভারতবর্ষের মূল শক্তি হচ্ছে বৈচিত্রের মধ্যে ঐক্য। যখনই কোন অপশক্তি বাইরে থেকে ভারতের ভিতরে হামলা চালিয়ে দেশকে নষ্ট করতে চেয়েছে তখন ঐক্যবদ্ধ ভাবে দেশ রক্ষার জন্য জাতি ধর্ম ভাষা সংস্কৃতি এমন কি কাজের অঙ্গন থেকে মানুষ ঐক্যবদ্ধ ভাবে এর জবাব দিয়েছেন। আগামীদিনেও বাইরের শত্রুদের আক্রমণ হলে দেশবাসী ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে।
সম্প্রতি জম্মু-কাশ্মীরে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এই বর্বরোচিত হামলার জবাব দিতে অপারেশন সিঁদুর কর্মসূচি নেয় এবং পাকিস্তানে আশ্রিত জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয়। সরকারের এই সাফল্যের জন্য মানুষ নিজেদের মত করে ধন্যবাদ জানিয়েছেন।
সরকারের এই কাজের জন্য ধন্যবাদ জানাতে পিছু পা হননি দেশের শিল্পী মহলও। তাঁরাও ছবির মধ্য দিয়ে অপারেশন সিঁদুর এর সাফল্যের জন্য সরকারকে ধন্যবাদ জানান। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ললিত কলা একাডেমির উদ্যোগে এই পরিপ্রেক্ষিতে ছবি আঁকার আয়োজন করা হয়েছে।
রাজধানী আগরতলার ললিত কলা একাডেমির ত্রিপুরা শাখার উদ্যোগেও অনুষ্ঠিত হল দু'দিনব্যাপী ছবি আঁকার কর্মশালা। রাজধানীর নজরুল কলাক্ষেত্র সংলগ্ন ললিত কলা একাডেমির গ্যালারিতে বুধবার এবং বৃহস্পতিবার ছবি আঁকার আয়োজন করা হয়।
আগরতলার ২৫ জন শিল্পী এতে অংশগ্রহণ করেন এবং অপারেশন সিঁদুর নিয়ে নিজেদের ভাবনাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন। তাঁরা তাঁদের এই ছবিগুলির মধ্য দিয়ে আবারো দেশের ঐক্যের বার্তা এবং সরকারের কাজের প্রশংসা করেছেন।
আয়োজকদের তরফে জানানো হয় আগামীদিনে এই ছবিগুলি নিয়ে প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের কঠিন পরিস্থিতিতে এভাবে শিল্পীদেরকেও এগিয়ে আসতে দেখে বুদ্ধিজীবী মহল থেকে ধন্যবাদ জানানো হয় তাঁদেরকে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ