জয়সলমীর, ২৪ মে (হি.স.) : রাজস্থানের জয়সলমীরে ৪ জন পরিবেশপ্রেমীর প্রাণ গেল হরিণ বাঁচাতে গিয়ে। জানা গিয়েছে, লাঠি থানার অন্তর্গত এলাকায় শুক্রবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান বন দফতরের এক কর্মী–সহ ৪ জন পরিবেশ ও পশুপ্রেমী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিণ শিকারের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ৪ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য