ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নানা জনগোষ্ঠীর ভূমিকা ও ভবিষ্যতের আভাষ তথাগতের বার্তায়
কলকাতা, ২৪ মে (হি.স.): “আগামী দিনে পশ্চিমবঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর অধিকাংশের ভূমিকা ও ভবিষ্যৎ।” শনিবার এ সম্পর্কে তাঁর মতামত জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি এক্সবার্তায় লিখেছেন, “মাড়োয়ারি: রাজ্যের টাকার নিয়ন্ত্রণ এঁদের হাতে আছে, থাকবে। এ
ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নানা জনগোষ্ঠীর ভূমিকা ও ভবিষ্যতের আভাষ তথাগতের বার্তায়


কলকাতা, ২৪ মে (হি.স.): “আগামী দিনে পশ্চিমবঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর অধিকাংশের ভূমিকা ও ভবিষ্যৎ।” শনিবার এ সম্পর্কে তাঁর মতামত জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “মাড়োয়ারি: রাজ্যের টাকার নিয়ন্ত্রণ এঁদের হাতে আছে, থাকবে। এঁদের মধ্যে যাঁরা শিল্পপতি তাঁরা অন্য রাজ্যে চলে যাবেন, যাঁরা কেনাবেচায় আছেন তারাই শুধু থাকবেন।

বিহার-ইউপি: পশ্চিমবঙ্গের শারীরিক পরিশ্রমের কাজ অনেকটাই এরা করেন, করবেন। এদের পিছনে বাংলা পক্ষকে লেলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা কিছুই করতে পারে নি।

বাঙালি ও উর্দুভাষী মুসলমান: সরকারের সম্পূর্ণ সমর্থন নিয়ে চুপচাপ নিজেদের সংখ্যা বাড়িয়ে যাবে। মাঝে মাঝে মুর্শিদাবাদ-ধরণের কান্ড ঘটিয়ে রাজ্যের কিছু কিছু অঞ্চল হিন্দুশূন্য করে দেবে। শেষপর্যন্ত রাজ্যের প্রশাসন কুক্ষিগত করে নেবে।

বাঙালি হিন্দু: হতভম্ব হয়ে, বেকারী ও দৈন্যদশায় জর্জরিত অবস্থায় বসে থাকবে। রাজ্যের কর্তৃত্ব এদের হাত থেকে চলে যাবে। মাঝে মাঝে ভাতা পেয়ে খুশি হয়ে থাকবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande