খড়্গপুর, ৪ মে (হি.স.): ফের রহস্যমৃত্যু আইআইটি খড়্গপুরের এক ছাত্রের। রবিবার ভোরে আইআইটি খড়্গপুরের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংর চতুর্থ বর্ষের ছাত্র ছিল সে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। চলতি বছরে খড়্গপুর আইআইটি-তে জানুয়ারি ও এপ্রিল মাসে দুই মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। ফের আরেক ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ