পটনা, ৬ মে (হি.স.): বিহারে সোমবার রাতের ঝড়-বৃষ্টির সময় বজ্রাঘাতে পাটনায় ৩ জন, গয়ায় ১ জন ও অরাওয়ালে ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই দুঃসময়ে সরকার তাঁদের পাশে আছে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, বজ্রাঘাতে মৃত প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রী বিহার রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন , খারাপ আবহাওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্দেশ মেনে চলুন। তিনি আরও বলেন, প্রয়োজন না থাকলে এই সময় বাড়ির বাইরে না বেরনোই শ্রেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য