গুয়াহাটি, ৬ মে (হি.স.) : আগামীকাল ৭ মে দেশব্যাপী অনুষ্ঠেয় নাগরিক প্রতিরক্ষা মহড়া সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছ থেকে এসওপির অপেক্ষায় অসম, বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘আগামীকাল ৭ মে দেশব্যাপী নাগরিক প্রতিরক্ষা মক ড্রিলের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তি রাজ্য পেয়েছে। তবে এ সম্পর্কে এখনও বিস্তারিত এসওপি আমরা পাইনি। খুব শীঘ্রই এসওপি সম্পর্কে জানব।’
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের পৌরোহিত্যে অনুষ্ঠিত উচ্চস্তরীয় বৈঠকের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে প্রস্তুতি এবং প্রটোকল নিয়ে আলোচনা করতে সারা দেশের মুখ্যসচিব এবং অসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের একত্রিত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস