রাজকোট, ৬ মে (হি.স.): গুজরাটের রাজকোট জেলার এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ধোরাজি সুপেড়ি গ্রামের কাছে। এদিন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে মোট ৬ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে এবং পরে উল্টে যায়। মৃতদের মধ্যে রয়েছেন কিশোর হিরানি (৬৪), বল্লভ রুধানি (৫৭), আফতাব পাঠান (১৯) এবং আসিফ সুমরা। জানা গেছে, তাঁরা পিজিভিসিএল সংস্থার তরফে ভিডিয়োগ্রাফির কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য