অমরপুর (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : ত্রিপুরার জিডিপি বেড়েছে। গড় মাথাপিছু আয়ের দিক থেকেও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে এই রাজ্য। ত্রিপুরা ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার গোমতী জেলার অমরপুর চন্ডিবাড়ি সংলগ্ন স্কুল মাঠে অমরপুর এবং করবুক মহকুমার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বোতাম টিপে অমরপুর এবং করবুক মহকুমার ২৫টি প্রকল্পের উদ্বোধন এবং ২২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এইসব প্রকল্পে মোট ব্যয়বরাদ্দ প্রায় ২১০ কোটি টাকা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে এই অল্প সময়ের মধ্যেই আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ উন্নত রাজ্য হিসাবে গড়ে তোলা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতিদেবী সিং দেববর্মা, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরা, বিধায়ক পাঠান লাল জমাতিয়া, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, টিটিএএডিসির কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াং, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das