মধ্যপ্রদেশের পাঁচটি শহরে হবে নাগরিক প্রতিরক্ষার মক ড্রিল
ভোপাল, ৬ মে (হি.স.) : ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে ৭ মে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র, জবলপুর ও কাটনিতে মক ড্রিল করানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে , মহড়ায় হাওয়া হামলা, ব্ল্যাকআউট ও উদ্ধার অভিযানের
নাগরিক প্রতিরক্ষার মক ড্রিল


ভোপাল, ৬ মে (হি.স.) : ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে ৭ মে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র, জবলপুর ও কাটনিতে মক ড্রিল করানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে , মহড়ায় হাওয়া হামলা, ব্ল্যাকআউট ও উদ্ধার অভিযানের অনুশীলন করা হবে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জেলা প্রশাসনকে সবরকম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। বিকেল ৪টা থেকে সাইরেন বাজিয়ে মহড়া শুরু হবে। স্কুল-কলেজের পড়ুয়া, হোম গার্ড, এনসিসি, এনএসএস সহ নানা সংস্থা এতে অংশ নেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande