কলকাতা, ৬ মে (হি.স.): বুধবার দুপুরে ঘোষিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে ফলাফল। এ বার পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এ বছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন।
শিক্ষা সংসদের ওয়েবসাইটে কী ভাবে ফলাফল দেখবেন?
১) পরীক্ষার্থীদের প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।
২) এর পর ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) তার পর নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ