প্রয়াত সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের
কলকাতা, ৬ মে (হি.স.): প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল। মঙ্গলবার সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা। হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাড়িতে একাই থাকতেন বাবজি। তাঁর মৃত্যুতে
কলকাতা প্রেস ক্লাবে শায়িত মরদেহে শেষ শ্রদ্ধাজ্ঞাপন


কলকাতা, ৬ মে (হি.স.): প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল। মঙ্গলবার সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা। হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাড়িতে একাই থাকতেন বাবজি। তাঁর মৃত্যুতে একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

কলকাতা প্রেস ক্লাবের সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতা প্রেসক্লাব। সাংবাদিকতা পেশার পাশাপাশি সঙ্গীত জগতের সঙ্গে ছিল তাঁর নিবিড় সম্পর্ক। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধারের পর পুলিশ প্রাথমিকভাবে জানায়, ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। মায়ের মৃত্যু পরে ১৮, একবালপুর লেনের বাড়িতে একাই থাকতেন তিনি। এদিন সকালে এক প্রতিবেশী অচেতন অবস্থায় তাঁকে রান্নাঘরের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এসএসকেএম-এ ময়নাতদন্তের পরে কলকাতা প্রেস ক্লাবে ঘণ্টা খানেক দেহ শায়িত রাখা হয়। সেখানে প্রেস ক্লাবের পক্ষ থেকে মাল্যদান করা হয়। চোখের জলে শেষ বিদায় জানান বাবজির সাংবাদিক বন্ধুরা। শ্রদ্ধা জানান সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande