পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে : ওয়াইসি
হায়দরাবাদ, ৭ মে (হি.স.): অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করলেন এআইএমইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করার দাবি জানিয়েছেন তিনি। বুধবার সকালে এক্স মাধ্যমে ওয়াইসি লিখেছেন, পাকিস্তানের সন্ত্রাসী শিবিরগুলিতে
ওয়াইসি


হায়দরাবাদ, ৭ মে (হি.স.): অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করলেন এআইএমইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করার দাবি জানিয়েছেন তিনি। বুধবার সকালে এক্স মাধ্যমে ওয়াইসি লিখেছেন, পাকিস্তানের সন্ত্রাসী শিবিরগুলিতে আমাদের প্রতিরক্ষা বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইককে আমি স্বাগত জানাই। পাকিস্তান উচিত শিক্ষা দিতে হবে, যাতে আরেকটি পহেলগাম আর কখনও না ঘটে। পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। জয় হিন্দ!

উল্লেখ্য, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর'-এর অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনী ৯টি স্থানে আঘাত হেনেছে। সেগুলি হল -

১. মারকাজ সুবহান আল্লাহ বাহাওয়ালপুর

২. মারকাজ তাইয়বা, মুরিদকে

৩. সরজাল / তেহরা কালান

৪. মেহমুনা জোয়া ফ্যাসিলিটি, শিয়ালকোট,

৫. মারকাজ আহলে হাদীস বরনালা, ভিম্বার,

৬. মারকাজ আব্বাস, কোটলি,

৭. মাসকার রাহিল শহীদ, কোটলী জেলায় অবস্থিত,

৮. মুজাফফরাবাদে শাওয়াই নালা ক্যাম

৯. মারকাজ সৈয়দনা বিলাল

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande