ঝাঁসি, ৯ মে (হি.স.): ভারত-পাক উত্তেজনার আবহে ঝাঁসিতে বৃহস্পতিবার রাতে ২৬টি থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়। সন্দেহজনক ব্যক্তি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি করে পুলিশ। জিআরপি এবং আরপিএফ যৌথভাবে রেলস্টেশনেও তল্লাশি অভিযান চালায়। যাত্রীদের জিনিসপত্র পরীক্ষা করা হয়।
জানা গেছে, জেলায় ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, বাবিনা ক্যান্টনমেন্ট সহ গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থাকার কারণে ঝাঁসি অত্যন্ত সংবেদনশীল এলাকা। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ঝাঁসিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাবিনা, সদর বাজার, ভট্টগাঁও, পাল কলোনি, বিমানবন্দরের আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, দেশের ২৯৫টি জেলার মধ্যে বুন্দেলখণ্ডের ঝাঁসিও মক ড্রিলের জন্য নির্বাচিত হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ