বাজারিছড়া (অসম), ৯ মে (হি.স.) : ২৫ শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল বাজারিছড়া স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুল। বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী বিবেকানন্দ প্রেক্ষাগৃহে এদিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অতিথিবৃন্দ।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর শান্তা ভট্টাচার্য। উদ্বোধনী সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। তার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিনের অনুষ্ঠানে চলে রবীন্দ্র সংগত, রবীন্দ্রনৃত্য, রবীন্দ্র কবিতা ও আবৃত্তি প্রভৃতি উপস্হাপন। স্কুলের কচিকাঁচারা এদিন নাচে-গানে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। স্কুলের শিক্ষিকারাও সংগীত পরিবেশন করেন।
আজকের উৎসবমুখর অনুষ্ঠানে স্কুলের অধিকাংশ পড়ুয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রচুর অভিবাবকও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শের ওপর বক্তব্য পেশ করেন বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তথা এসএমসির সভাপতি সন্দীপ কর পুরকায়স্থ, সেবাশ্রমের সম্পাদক অজয় সূত্রধর, স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর শান্তা ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে স্কুলের অধ্যক্ষ সুজয় পালের ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষিকা যথাক্রমে নন্দিতা ধর ও প্রিয়াঙ্কা পাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবাশ্রমের যুগ্ম সম্পাদক রাজেশ কর পুরকায়স্থ, দেবাশিস সেন, স্কুলের শিক্ষিকা অপর্ণা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা পাল, মহুয়া ভট্টাচার্য, বিশ্বজিৎ নাগ, সুস্মিতা নাগ সরকার, নন্দিতা ধর, রুমা সিংহ, পূর্ণিমা সিনহা, অজন্তা সিনহা, টিঙ্কু রাজা গোড়, ঝুমা কানু, সুনিতা মুকিম, রঞ্জিতা সিংহ, প্রতিমা চক্রবর্তী, গৌরী চৌধুরী, বীরজিৎ সিনহা, সুনিতা পাসি প্রমুখ বহুজন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস