অশোক সেনগুপ্ত
কলকাতা, ৯ মে (হি.স.): ১৬ মে থেকে শুরু হবে এ বছরের শিশু কিশোর চলচ্চিত্র উৎসব। পূর্ব যাদবপুরের সন্তোষপুরে লেক-শিবমন্দির সংলগ্ন মাঠে তিন দিন ধরে বিনামূল্যে দেখানো হবে কিছু ভালো ছবি। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসব তাঁর উদ্দেশে উৎসর্গ করা হচ্ছে।
সিনে সেন্ট্রালের সহযোগিতায় প্রদর্শনীর পরিকল্পনা ও আয়োজনে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘দিশা’। সংগঠনের সম্পাদক সুব্রত (পদ্ম) দাশগুপ্ত এই প্রতিবেদককে জানান, “এই উদ্যোগ প্রথম গৃহীত হয় ২০০৪ এ। বিরতিহীনভাবে চলে ২০১২ পর্যন্ত। পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়। আবার শুরু হয় ২০২২–এ, সেই থেকে চলছে।” বর্তমানে সভাপতি সংগীতশিল্পী এবং লেখক শুভপ্রসাদ নন্দী মজুমদারের মতে, “নানা মতের প্রগতিশীল চিন্তার মানুষ এর সঙ্গে যুক্ত, দলীয় রাজনীতির বৃত্তের বাইরে থেকেই পরিচালিত হয়।”
সুব্রত জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে দেখানো হবে ছবি। কথা আছে ১৬ই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, অভিজিৎ চৌধুরীর ছবি ‘পাতালঘর’, ১৭ই ডেভিড ডেরিক জুনিয়র, জেসন হ্যান্ড এবং ডানা লেডক্স মিলারের লেখা ‘মোয়ানা 2’, ১৭ই বালতাসার কোরমাকুর, উইলিয়াম নিকোলসন এবং সাইমন বিউফয়ের ‘এভারেস্ট 2015’, এবং ১৮ই এরিক ডার্নেল, কনরাড ভার্নন এবং টম ম্যাকগ্রাথের লেখা ‘মাদাগাস্কার 3, ইউরোপের মোস্ট ওয়ান্টেড’ ও অমল গুপ্তের লেখা ও পরিচালনায় ‘স্ট্যানলি কা ডাব্বা’ প্রভৃতি সিনেমা দেখানোর।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত