“হিন্দু কখনো অন্য ধর্মাবলম্বীর কৃতিত্ব অস্বীকার করে নি”, মন্তব্য তথাগতর
কলকাতা, ৯ মে (হি.স.): “কর্নেল সোফিয়া কুরেশি ও সৈন্য ঝন্টু আলীকে সারা ভারত অভিনন্দন জানায়, কারণ ভারত হিন্দুর দেশ।” প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বৃহস্পতিবার রাতে এক্সবার্তায় লিখেছেন, “হিন্দু কখনো অন্য ধর্মাবলম্বীর কৃতিত্ব অস্বীকার করে নি। যেমন রাষ্ট্
Tathagata Roy


কলকাতা, ৯ মে (হি.স.): “কর্নেল সোফিয়া কুরেশি ও সৈন্য ঝন্টু আলীকে সারা ভারত অভিনন্দন জানায়, কারণ ভারত হিন্দুর দেশ।” প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বৃহস্পতিবার রাতে এক্সবার্তায় লিখেছেন, “হিন্দু কখনো অন্য ধর্মাবলম্বীর কৃতিত্ব অস্বীকার করে নি। যেমন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম, কবি কাজী নজরুল, রাষ্ট্রনায়ক শেখ মুজিব, তাজউদ্দীন আহমেদ, লেখক সৈয়দ মুজতবা আলী, এস ওয়াজেদ আলী, কাজী আব্দুল ওদুদ।

তাই বলে মুসলমান ভোটের জন্য যারা ল্যা ল্যা করছে, আর এই কয়েকজন মুসলমানের নাম করে যে বিশাল সংখ্যার মুসলমান এক-দেড় কোটি বাঙালি হিন্দুকে খুন-ধর্ষণ-সম্পত্তিচ্যুত করেছে তাকে চাপা দেবার চেষ্টা করছে তাদের মুখোশ খুলে দেওয়া হবেই।”

অপর একটি পোস্টে তথাগতবাবু লিখেছেন, “মুসলমানদের মধ্যে অন্যের প্রতি ঘৃণা এত প্রবল যে পাকিস্তানের একমাত্র নোবেলজয়ী বিজ্ঞানী আব্দুস সালামের মৃতদেহ কবর খুঁড়ে তুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে! কেন? কারণ, সালাম মুসলমান হলেও কাদিয়ানী সম্প্রদায়ের, যারা মনে করে হজরত মহম্মদের পরেও আরো একজন নবী আসবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande