নয়াদিল্লি, ৯ মে (হি.স.): দেশজুড়ে উত্তেজনার আবহে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) সিএ ফাইনাল, ইন্টারমিডিয়েট এবং পোস্ট কোয়ালিফিকেশন কোর্স পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। শুক্রবার থেকে ১৪ মে পর্যন্ত এই পরীক্ষা গ্রহণের কথা ছিল।
বর্তমান অনিশ্চিত পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে আইসিএআই আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা জারি করেছে। পরীক্ষার পরবর্তী দিনগুলির সংশোধিত সূচী পরে প্রকাশিত হবে বলে আইসিএআই জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ