সেনাবাহিনীর দরকারই নেই, সিপিএম-এর প্রচারে কুণালের তোপ, মান্যতা পেল প্রতিবাদ
কলকাতা, ৯ মে (হি.স.): “দেশের সেনাবাহিনী যখন সন্ত্রাসবাদীদের জবাব দিচ্ছে, গোটা দেশ যখন সেনাবাহিনীর পাশে, সেনাতে থাকা ছেলেমেয়েদের জন্য যখন আমরা গর্বিত; তখন সিপিএমের এক নবপ্রজন্মের নেত্রী দেখলাম সম্পূর্ণ উল্টো কথা পোস্ট করল, যার মানে দাঁড়ায় সেনাবাহিন
Kunal Ghosh


কলকাতা, ৯ মে (হি.স.): “দেশের সেনাবাহিনী যখন সন্ত্রাসবাদীদের জবাব দিচ্ছে, গোটা দেশ যখন সেনাবাহিনীর পাশে, সেনাতে থাকা ছেলেমেয়েদের জন্য যখন আমরা গর্বিত; তখন সিপিএমের এক নবপ্রজন্মের নেত্রী দেখলাম সম্পূর্ণ উল্টো কথা পোস্ট করল, যার মানে দাঁড়ায় সেনাবাহিনীর দরকারই নেই!”

সামাজিক মাধ্যমে সিপিএমের এক নেত্রীর এই পোস্টে এক্সবার্তায় আপত্তি জানিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার রাতে কুণাল লিখেছেন, “এই পোস্ট শেয়ার করছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক ও নেত্রী, অধুনা ফেসবুক বিপ্লবী, কণিকা গাঙ্গুলী।”

কুণালের দাবি, “কমরেড, যুদ্ধ কেউ চায় না। কিন্তু জঙ্গিদের মদত দিয়ে কেউ যদি বারবার আঘাত করে, তাকে জবাব তো দিতেই হবে। জওয়ানরা যে সময়ে লড়ছে, তাদের সমর্থনে পোস্টের বদলে নেতিবাচক পোস্ট কেন? সিপিএমের সঙ্গে জাতীয়তাবোধ, দেশপ্রেম কেন মেলানো যায় না, এইসব সময়ে বোঝা যায়।

এইসব আঁতলেমির পোস্টের এটা সময়? আমরা ওদের জন্য প্রার্থনা করছি, করব। গোটা দেশ আছে। আমাদের সকলের যা করণীয়, তা করছি, প্রয়োজনে গোটা দেশ করবে। কিন্তু এখন ওদের স্পিরিটটাকে সাধুবাদ দিন।”

বিতর্কিত ওই পোস্ট প্রত্যাহার করা হয়। এর পর কুণাল লিখেছেন, “ওওওওও কণিকাদি,

ওই পোস্টটা কই গেলো?

সেনাবাহিনীর লড়াইয়ের সময়ে আপনাদের উল্টো কথা, দেশবাসীকে চিয়ার লিডার বলা পোস্টটা উধাও কেন? শেয়ার করলেন, অপপ্রচার ছড়ালেন, সেটা লজ্জায় তুলে নিতে হল? আঁতলেমির বিপ্লব শেষ?

দেশ যখন এককাট্টা, সেনাবাহিনী যখন ব্যাট করছে, তখন উল্টো কথা বলার অভ্যেসটা ছাড়ুন। দীপ্সিতাকে বলে দেবেন, ডিলিট করে ভালো করেছে। আপনাদের স্কুলিংয়ে থেকে নতুনদেরও ষোল আনা সব্বোনাশ হয়ে গেছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande