নয়াদিল্লি, ৯ মে (হি.স.): সীমান্তে পাকিস্তানি হামলার কারণে দিল্লিতে ঐতিহাসিক জায়গাগুলিতে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। লাল কেল্লা, কুতুব মিনার-সহ পর্যটনস্থলগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসি ক্যামেরায় নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ। ঐতিহাসিক স্থানগুলিতে প্রচুর মানুষ আসেন, সেই কথা মাথায় রেখেই বাড়তি সতর্ক দিল্লি পুলিশ।
সীমান্তে সংঘর্ষের মধ্যেই মুম্বই উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের সমুদ্র সৈকত থেকে মানুষজনকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে স্থানীয়দের বারণ করা হয়েছে। মুম্বইয়ের সমুদ্র তীরবর্তী এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ