আগরতলা, ৯ মে (হি.স.) : রবীন্দ্রনাথ আমাদের সকলের কাছে একটা আবেগের বিষয়। শুক্রবার আগরতলায় রবীন্দ্রকাননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রভাতি কবি প্রণাম অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার একথা বলেন।
মেয়র বলেন, ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের একটা গভীর সম্পর্ক ছিল। ত্রিপুরাকে নিয়ে তিনি অনেক নাটক, উপন্যাস লিখেছেন। রবীন্দ্রনাথের চিন্তা, দর্শন ও ভাবধারাকে আগামী প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ছিলেন ভারতীয় সাহিত্য-সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সাহিত্য, সংস্কৃতির কল্পনা করা অসম্ভব। তাই রবীন্দ্রনাথকে নিয়ে যত বেশি চর্চা করা হবে ততই আমরা সমৃদ্ধ হবো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, বিধায়ক মীনারাণী সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মণ প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das