নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে দেশজুড়ে। দিল্লির উত্তর-পশ্চিম জেলার ফরেনার্স সেল ভারতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১১টি পরিবারের ৬৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।
এদিকে, দিল্লির পূর্ব জেলা পুলিশের একটি বিশেষ অভিযানে আনন্দবিহার থেকে ৩ জন নাবালক সহ ৫ জন অবৈধ বাংলাদেশি বসবাসকারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / প্রাঞ্জলি মান্না
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন