বলাগড়ে বৃদ্ধা খুন, অভিযুক্ত গ্রেফতার
Old woman murdered in Balagarh, accused arrested
বলাগড়ে বৃদ্ধা খুন, অভিযুক্ত গ্রেফতার


হুগলি, ১৪ জুন (হি.স.) বলাগড় জেলার খামারগাছির কদম ঘুটু গ্রামে এক বৃদ্ধা মহিলাকে মোটা লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীরা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খামারগাছির কদম ঘুটু গ্রামে মদ্যপান করার পর সমর সোরেন নামে এক যুবক এক মহিলাকে গালি দিচ্ছিল। এই বিষয়টি নিয়ে বদলি মান্ডির (৬০)সঙ্গে তর্ক শুরু হয়। তর্কের সময় সমর তাকে মোটা লাঠি দিয়ে আক্রমণ করে। গ্রামবাসীরা আহত বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এরই মধ্যে গ্রামবাসীরা সমরকে মারধর শুরু করে।

খবর পেয়ে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছায়। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মোগরা সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত সমরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande