ইমফল, ৩০ জুন (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় বিচ্ছিন্ন এক সশস্ত্র কুকি জঙ্গিদের অতর্কিত গুলি-হামলায় ৬০ বছর বয়সি এক মহিলা পথচারিণী সহ চারজনের মৃত্যু হয়েছে। পথচারিণী ছাড়া প্রাথমিকভাবে নিহতদের ‘কুকি ন্যাশনাল অর্গানাইজেশন’ (কেএনও)-এর উপ-প্রধান বলে শনাক্ত করা হয়েছে।
রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আজ সোমবার বেলা প্রায় ২:০০টার দিকে চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত মংজাং গ্রামের কাছে চলন্ত সাদা রঙের এসইউভি (চার চাকার গাড়ি)-তে গুলি-হামলা করে সন্দেহভাজন জঙ্গি দল। তিনি জানান, যুদ্ধবিরতিতে অবস্থানকারী ‘কুকি ন্যাশনাল অর্গানাইজেশন’-এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল লিবারেশন আর্মি’ (ইউকেএনএ) এই হামলার দায় স্বীকার করেছে। ইউকেএনএ নাকি দাবি করেছে, হামলায় ‘কুকি ন্যাশনাল আর্মি’র উপ-প্রধান সহ আরও দুই ক্যাডার এবং একজন পথচারিণী নিহত হয়েছেন।
তিনি জানান, পুলিশের মনিটরিঙে চলমান বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপকভাবে ইউকেএনএ-র একটি বিবৃতি প্রচারিত হয়েছে। বিবৃতিতে ইউকেএনএ দাবি করেছে, কেএনএ কর্তৃক ইউকেএনএ-র এক নেতা এবং ৩০ জনেরও বেশি সদস্যকে হত্যার প্রতিশোধ নিতে আজ এই অতর্কিত হামলা চালিয়েছে তারা।
পদস্থ পুলিশ আধিকারিক জানান, অতর্কিত হামলায় নিহত কেএনএ উপ-প্রধানের নাম থেঙ্কোথাং হাওকিপ ওরফে থাহপি (৪৮), অন্য দুই কেএনএ সদস্যের নাম সেইখোগিন (৩৪) এবং লেঙ্গোহাও (৩৫)। আরেক সূত্রের খবর, লেঙ্গোহাও ছিলেন কেএনও-প্রধান পিএস হাওকিপের জামাতা।
হামলায় নিহত পথচারিণীকে চূড়াচাঁদপুরের কোইতের বাসিন্দা প্রায় ৬০ বছর বয়সি ফালহিং বলে শনাক্ত করা হয়েছে।
রাজ্য পুলিশের আধিকারিকটি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, খুব কাছ থেকে যাত্রাবাহী গাড়িতে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১২টির বেশি খালি বুলেট উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সশস্ত্র পুলিশ এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে চিরুনি তালাশি চলছে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস