তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, শোকপ্রকাশ রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): সোমবার সকালে রাসায়নিক-ভরা ট্যাঙ্কার বিস্ফোরণের খবর মিলেছে তেলেঙ্গানায়। রাসায়নিক ট্যাঙ্কার ফেটে কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি জানান, তেলঙ্গানার স
তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, শোকপ্রকাশ রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): সোমবার সকালে রাসায়নিক-ভরা ট্যাঙ্কার বিস্ফোরণের খবর মিলেছে তেলেঙ্গানায়। রাসায়নিক ট্যাঙ্কার ফেটে কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি জানান, তেলঙ্গানার সাঙ্গারেড্ডিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত, বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, সোমবার হায়দরাবাদের তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার শিল্পাঞ্চল এলাকায় একটি রাসায়নিক কারখানায় রাসায়নিক ট্যাঙ্কারে ওই বিস্ফোরণ ঘটে। সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে অবস্থিত ওই কারখানা। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে ওঠে। অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে দমকলের ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সেখানে অ্যাম্বুল্যান্সও পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। পদস্থ এক পুলিশ কর্তা জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। তীব্রতা এতটাই ছিল যে, কয়েকজন বিস্ফোরণের জেরে উড়ে গিয়ে প্রায় শখানেক মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন। কারখানার বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়ে এবং সংলগ্ন একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande