বলরামপুর, ৩০ জুন (হি.স.): ছত্তিশগড়ের বলরামপুর শহরে ১০ কিলোমিটার চার লেনের বাইপাস নির্মাণের প্রস্তাব দিলেন ছত্তিশগড় সরকারের কৃষিমন্ত্রী রামবিচার নেতাম। সোমবার মহারাষ্ট্রের নাগপুরে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন। মন্ত্রী নেতাম জানান, নির্মাণাধীন অম্বিকাপুর-রামানুজগঞ্জ-গড়ওয়া জাতীয় সড়ক ৩৪৩-এ করিডোর প্রকল্পের জন্য ৩৯৭.৪৪ কোটি টাকা এবং ১৯৯.০৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। মন্ত্রী নেতাম কেন্দ্রীয় মন্ত্রী গডকরির কাছে অনুরোধ করেন যে এই রুটটি রামানুজগঞ্জ হয়ে অম্বিকাপুরকে ঝাড়খণ্ডের সঙ্গে সংযোগকারী একটি আন্তঃরাজ্য প্রধান সড়ক। যাত্রীবাহী বাস, বাণিজ্যিক যানবাহন এবং সাধারণ মানুষ এবং ভিআইপিরাও এই পথে যাতায়াত করেন।
তিনি আরও বলেন, বলরামপুর শহরাঞ্চল এই পথের দু পাশে বাণিজ্যিক এবং আবাসিক বসতি রয়েছে। যেহেতু বর্তমানে সমস্ত ছোট এবং ভারী যানবাহন শহরাঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত করে, তাই পণ্যবাহী যানবাহনের কারণে প্রতিদিন যানজট এবং দুর্ঘটনা ঘটে।
মন্ত্রী নেতাম বলেন, বলরামপুর শহরাঞ্চলে চলাচলের অসুবিধার প্রেক্ষিতে আনুমানিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি চার লেনের বাইপাস রাস্তা অত্যন্ত প্রয়োজনীয়। এর নির্মাণ আন্তঃরাজ্য ব্যবসা এবং রাজস্ব বৃদ্ধি করবে এবং সাধারণ নাগরিকদের চলাচল সুষ্ঠু হবে। মন্ত্রী নেতাম কেন্দ্রীয় মন্ত্রীকে বলরামপুর বাইপাসের অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া