নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.) : আন্তর্জাতিক সমবায় বর্ষ-২০২৫ উপলক্ষে সোমবার নয়াদিল্লিতে মন্থন বৈঠক-এর সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে দেশজুড়ে সমবায় মন্ত্রী, মন্ত্রকের উচ্চ আধিকারিকরা এবং সমবায় দফতরের সচিবরা অংশগ্রহণ করেন। শাহ ঘোষণা করেন, জাতীয় সমবায় নীতি খুব শীঘ্রই বাস্তবায়িত হবে, যা ২০২৫ থেকে ২০৪৫ সাল পর্যন্ত দেশের সমবায় খাতে নির্দেশ দেবে। তিনি আরও বলেন, প্রতিটি রাজ্য তাদের স্থানীয় চাহিদা এবং পরিস্থিতি অনুসারে তাদের সমবায় নীতি তৈরি করবে।
সভায় কৃষি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায় প্রতিষ্ঠানের সম্প্রসারণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শাহ বলেন, দেশের একটি বিশাল জনগোষ্ঠীর সীমিত সম্পদ রয়েছে এবং তাদের ক্ষুদ্র পুঁজিকে বড় কাজ করার জন্য একত্রিত করা কেবল সমবায়ের মাধ্যমেই সম্ভব।
তিনি আর বলেন, জাতীয় সমবায় তথ্য সংগ্রহ ব্যবস্থার (ডাটাবেস) মাধ্যমে দেশের কোন কোন গ্রামে এখনও কোনও সমবায় প্রতিষ্ঠান নেই তা খুঁজে বের করা সম্ভব হবে।
শাহ বলেন, ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমবায় খাতে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে। তিনি রাজ্যগুলিকে অনুরোধ করেন যে প্রতিটি রাজ্যকে কমপক্ষে একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে।
এছাড়াও, জাতীয় সমবায় রপ্তানি ইনস্টিটিউট, জাতীয় সমবায় জৈব ইনস্টিটিউট এবং ভারতীয় বীজ সমবায় ইনস্টিটিউটের মতো নবগঠিত প্রতিষ্ঠানের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমবায় ব্যাংকগুলিতে আরও স্বচ্ছতা আনতে হবে এবং তাদের কার্যক্রম সর্বাধিক কম্পিউটারাইজড করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া