গুরগাঁওয়ে শুরু ‘পরিষ্কার রাখো, রোগ তাড়াও’ অভিযান
গুরগাঁও, ১ জুলাই(হি. স.): শহর পরিষ্কার না রাখলে শরীরও থাকবে না সুস্থ—এই বার্তা নিয়ে হরিয়ানার গুরগাঁওয়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। নাম দেওয়া হয়েছে—‘পরিষ্কার রাখো, রোগ তাড়াও’। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ জুলাই পর্যন্ত। শহরের
গুরগাঁওয়ে শুরু ‘পরিষ্কার রাখো, রোগ তাড়াও’ অভিযান


গুরগাঁও, ১ জুলাই(হি. স.): শহর পরিষ্কার না রাখলে শরীরও থাকবে না সুস্থ—এই বার্তা নিয়ে হরিয়ানার গুরগাঁওয়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। নাম দেওয়া হয়েছে—‘পরিষ্কার রাখো, রোগ তাড়াও’। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ জুলাই পর্যন্ত।

শহরের পুরসভা সূত্রে জানানো হয়েছে, প্রতিটি সপ্তাহ আলাদা থিমে ভাগ করা হয়েছে। কোথাও হাত ও ঘর পরিষ্কার রাখার বার্তা, কোথাও পাড়ার পরিচ্ছন্নতা। কোথাও আবার গুরুত্ব পাচ্ছে শৌচাগার, ড্রেন বা জলাধার পরিষ্কার রাখা। শেষের দিকে নজর থাকবে জনবহুল এলাকাগুলোর দিকে।

পুরসভার যুগ্ম কমিশনার (স্বচ্ছ ভারত মিশন) সুমিত কুমার জানিয়েছেন, ‘‘শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু পুরসভার নয়, নাগরিকদেরও। সবাই মিলে এগিয়ে এলেই গুরগাঁও হয়ে উঠতে পারে এক স্বাস্থ্যকর শহর।’’ এছাড়াও তিনি নাগরিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানগুলোকেও এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পুরসভা সূত্রে জানা গেছে , ১–৬ জুলাই: ‘পরিষ্কার হাত, পরিচ্ছন্ন ঘর’,৭–১৩ জুলাই: ‘পরিষ্কার পাড়া’,১৪–২০ জুলাই: ‘পরিষ্কার শৌচাগার’,২১–২৭ জুলাই: ‘পরিষ্কার ড্রেন ও জলাধার’, ২৮–৩১ জুলাই: ‘পরিষ্কার জনস্থান’।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande