দেহরাদূন, ১ জুলাই(হি. স.): দীর্ঘ ছয় বছরের বিরতির পর আবারও শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত কৈলাস মানস সরোবর যাত্রা। এবারে প্রথম যাত্রাদল পৌঁছবে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় আগামী ৫ জুলাই। এরপর ধারচুলা পেরিয়ে শুরু হবে এই দুর্গম তীর্থযাত্রার পাহাড়ি পর্ব।
পিথোরাগড়ের জেলা শাসক বিনোদ গোস্বামী জানিয়েছেন, বর্ষার কথা মাথায় রেখে ঝুঁকিপূর্ণ সড়কগুলিতে অতিরিক্ত যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা সহ সমস্ত সংশ্লিষ্ট দফতরকে সতর্কতায় থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অতিবৃষ্টির কারণে কিছু রাস্তা বিঘ্নিত হলেও দ্রুত সেগুলি খুলে দেওয়া হচ্ছে, যাতে যাত্রাপথে কোনওরকম অসুবিধা না হয়। নজরদারি জোরদার করা হয়েছে, যাত্রাপথের সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো, রাস্তা ও আবাসন ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য